মাদক মামলায় প্রায় এক মাস কারাভোগের পর বুধবার (১ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার বাসায় ফিরেছেন নায়িকা পরীমনি। এ সময় পরীমনির হাতের তালুতে আঁকা একটি লেখায়—‘ডোন্ট লাভ মি বিচ’। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে অনেকের প্রশ্ন তুলেছেন, কারাগারে পরীমনি মেহেদি পেলেন কীভাবে?
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, পরীমনি কারাগারের ক্যন্টিন থেকে মেহেদী কেনেন। কারা ক্যান্টিনে খাবারের পাশাপাশি নারীদের সাজসজ্জার বিভিন্ন ধরনের উপকরণ বিক্রি হয়। ক্যান্টিন থেকেই পরীমনি মেহেদী কিনে হাতে পরেছেন।
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন আদেশ দেন।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।