• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

আবেদন চার লক্ষাধিক, পরীক্ষার সুযোগ পাবেন অর্ধেক


রাবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৫:৩২ পিএম
আবেদন চার লক্ষাধিক, পরীক্ষার সুযোগ পাবেন অর্ধেক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এতে আবেদন করেছেন চার লক্ষাধিক ভর্তি-ইচ্ছুক।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার সূত্রে জানা যায়, তিনটি ইউনিটে (এ, বি, সি) ৪ লাখ ১ হাজার ৪১৪টি আবেদন জমা হয়েছে। এর মধ্যে মানবিক ও সমাজবিজ্ঞান সংশ্লিষ্ট অনুষদগুলোর সমন্বয়ে ‘এ’ ইউনিটে আবেদন সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৬১০টি, ‘বি’ ইউনিট তথা বাণিজ্য ইউনিটে ৯৮ হাজার ৬৪৪টি ও বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে ১ লাখ ৫৪ হাজার ১৬০টি আবেদন জমা পড়েছে। একক আবেদন সংখ্যা ২ লাখ ১৯ হাজার ২৭৩টি।

প্রাথমিক আবেদন শেষে এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে নির্বাচিত ভর্তি-ইচ্ছুকরা আগামী ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে পারবেন, যা ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে। প্রতিটি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় বসার সুযোগ পাবে। সেই হিসেবে ২ লাখ ১৬ হাজার এবারের ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে অংশগ্রহণ করতে পারবেন।

চূড়ান্ত আবেদন ফি ‍‍‘বি‍‍’ ইউনিটের (বাণিজ্য) জন্য গত বছরের মতো ১১০০ টাকা থাকলেও বাকি দুটি ইউনিটে চূড়ান্ত আবেদন ফি বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর ‍‍‘এ‍‍’ ইউনিট (মানবিক) ও ‍‍‘সি‍‍’ ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা করা হয়েছে।

চূড়ান্ত আবেদন শেষে ২৯ মে ‘সি’ ইউনিট, ৩০ মে ‘এ’ ইউনিট এবং ৩১ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪টি শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি শিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!