বিশ্বের সবচেয়ে দামি পর্যটন ভিসা যে দেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ১০:৩৬ পিএম
বিশ্বের সবচেয়ে দামি পর্যটন ভিসা যে দেশের

 

আমাদের অনেকেরই ধারণা আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন বা জাপানে ঘুরতে যেতে নাকি সবচেয়ে বেশি খরচ পড়ে। কিন্তু বাস্তবটা ভিন্ন। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পর্যটন ভিসা এসব দেশের নয়; বরং দক্ষিণ এশিয়ার ছোট্ট ও শান্ত দেশ ভুটানের।

ভুটানে প্রবেশ করতে হলে বিদেশি পর্যটকদের প্রতি রাতেই দিতে হয় ১০০ মার্কিন ডলার ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি’ (SDF) যা সাধারণ ভিসা ফির বাইরে অতিরিক্ত। ফলে একজন ভ্রমণকারীর এক রাতের মোট খরচ দাঁড়ায় প্রায় ১৪০ ডলার।

মাত্র চার দিনের সফরেও একজন পর্যটকের ব্যয় পড়ে ৪৪০ থেকে ৮৪০ ডলার পর্যন্ত। ভুটান সরকার জানায়, এই অর্থ ব্যয় করা হয় দেশের স্বাস্থ্য সেবা, শিক্ষা, বন সংরক্ষণ এবং পুরোনো মঠ মন্দির সংস্কারের কাজে।

সরকারের নীতি পরিষ্কার -পর্যটকের ভিড় নয়, তারা চান কম কিন্তু সচেতন ও দায়িত্বশীল পর্যটক। যাতে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং সংস্কৃতি পর্যটনের চাপে ক্ষতিগ্রস্ত না হয়।

‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ বা সামষ্টিক জাতীয় সুখের দর্শনে পরিচালিত ভুটান-হিমালয়ঘেঁষা এই দেশটি তার শান্ত বাতাবরণ, মনোমুগ্ধকর প্রকৃতি ও পরিবেশবান্ধব পর্যটন নীতির কারণে এখন বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে।

 

 

Link copied!