বলিউডের আলোচিত জুটিদের তালিকায় একসময় অন্যতম ছিলেন অক্ষয় কুমার ও শিল্পা শেঠি। পর্দায় মত তাদের বাস্তব জীবনেও প্রেম ছিল প্রায় ‘ওপেন সিক্রেট’। পার্টি, রেড কার্পেট বা ফটোশুট সব জায়গাতেই একসঙ্গে দেখা যেত দুজনকে। দুই পরিবারও জানত এ সম্পর্কের কথা। এমনকি বিয়ের কথাবার্তাও চলছিল। কিন্তু ঠিক সেই সময়ই হঠাৎ ভেঙে যায় তাদের সম্পর্ক।
সম্প্রতি এই প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন অক্ষয়ের দীর্ঘদিনের সহকর্মী ও বলিউড পরিচালক সুনীল দর্শন। ‘বলিউড ঠিকানা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শিল্পা শেঠির পরিবারের আরোপিত কিছু শর্তই শেষ পর্যন্ত দূরত্ব তৈরি করে অক্ষয় ও শিল্পার মাঝে।
সুনীল দর্শনের ভাষায়, “তারা ছিলেন সবচেয়ে সুদর্শন জুটি। কিন্তু ভাগ্য বোধহয় অন্য পরিকল্পনা করে রেখেছিল।” শিল্পার মা–বাবা কী ধরনের শর্ত দিয়েছিলেন এমন প্রশ্নে তিনি বলেন, “মেয়ের নিরাপত্তার কথা মাথায় রেখে মা–বাবা যা চাওয়া স্বাভাবিক, সেটাই তারা চেয়েছিলেন। এটাকে ভুল বলা যায় না।” আর্থিক নিরাপত্তার বিষয় ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “সব ধরনের নিরাপত্তাই। সব মা-বাবাই তা চান।”
পরিচালকের দাবি, তাদের বিচ্ছেদ ঘটে ঠিক ‘এক রিশতা’ ছবির শুটিং শুরুর সময়।
এর পরের গল্প বলিউড ভক্তদের জানা, ২০০১ সালে অক্ষয় কুমার বিয়ে করেন টুইঙ্কেল খান্নাকে। তাদের সংসারে আছে দুই সন্তান। আর ২০০৯ সালে শিল্পা শেঠি বিয়ে করেন উদ্যোক্তা রাজ কুন্দ্রাকে। এই দম্পতিরও রয়েছে দুই সন্তান।

































