আমাকে একা রেখে চলে গেলে : হেমা মালিনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৯:১৪ পিএম
আমাকে একা রেখে চলে গেলে : হেমা মালিনী

৮ ডিসেম্বর দিনটি হতে পারত উৎসবের, উদযাপনের। বলিউডের কিংবদন্তি অভিনেতা ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্র বেঁচে থাকলে আজ তার জীবনের ৯০তম বসন্ত পূর্ণ করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজকের দিনটি শুধুই বিষাদের, শোকের। প্রায় দুই সপ্তাহ হলো না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ধর্মেন্দ্র। প্রিয়তম স্বামীর এই শূন্যতার মাঝেই তাকে নিয়ে কান্নাজড়িত আবেগঘন বার্তা দিলেন ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী।

স্বামীর প্রয়াণ এবং প্রথম জন্মদিন— দুইয়ে মিলে আজ স্বভাবতই ভেঙে পড়েছেন হেমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের মনের অব্যক্ত বেদনা প্রকাশ করেছেন।

হেমা লিখেছেন, “তুমি নেই তাও সপ্তাহখানেক হলো। আমাকে একা ছেড়ে চলে গেলে। নিজের ভাঙা হৃদয়ের টুকরোগুলো জোড়ার চেষ্টা করছি।”

দীর্ঘ দাম্পত্য জীবনের স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, “আমি জানি তোমার আত্মা সারাজীবন আমার সঙ্গে থাকবে। তুমি আমাকে সুন্দর দুই সন্তান দিয়েছ। তেমনই সুন্দর সময় কাটিয়েছি আমরা। তোমার দেওয়া সুখস্মৃতিকে সঙ্গে নিয়েই কাটিয়ে দেব বাকি জীবন। শুভ জন্মদিন আমার ভালোবাসা।”

প্রেম ও পারিবারিক টানাপড়েন দীর্ঘ অভিনয় জীবনে বহু নারীর স্বপ্নের পুরুষ ছিলেন ধর্মেন্দ্র। কিন্তু জীবনের এক বাঁকে তিনি নিজেই প্রেমে পড়েন হেমা মালিনীর। প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ত্যাগ না করেই, ধর্ম পরিবর্তন করে হেমাকে বিয়ে করার সেই সিদ্ধান্ত ছিল বলিউডের অন্যতম আলোচিত ঘটনা। এই সম্পর্ক ঘিরে পারিবারিক টানাপড়েন ও সমালোচনা থাকলেও তাদের ভালোবাসা ছিল অটুট।

সন্তানদের শ্রদ্ধা বাবার জন্মদিনে কেবল হেমা নন, আবেগপ্রবণ হয়ে পড়েছেন তার সন্তানরাও। প্রথম সংসারের দুই তারকাপুত্র সানি দেওল ও ববি দেওল সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাকে নিয়ে পোস্ট দিয়েছেন। বিশেষ করে সানি দেওলের পোস্টে বাবার প্রতি গভীর শ্রদ্ধাবোধ ফুটে উঠেছে। অন্যদিকে, দুই কন্যা ঈশা দেওল এবং অহনা দেওলও জানিয়েছেন বাবাকে প্রতিটা মুহূর্ত মিস করার কথা।

৯০তম জন্মদিনে ধর্মেন্দ্র সশরীরে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর অগণিত ভক্তের ভালোবাসায় তিনি বেঁচে থাকবেন অনন্তকাল— এমনটাই বিশ্বাস তার পরিবারের।

Link copied!