ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ক্রাড়ী সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট প্যানেলের আরমান হোসেন। ৭ হাজার ২৫৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আল-আমিন সরকার ৩ হাজার ৮৩১ ভোট, চিমচিম্যা চাকমা ৩ হাজার ৭৮৮ ভোট, জহিন ফেরদৌস জামি ৩ হাজার ৪৩৮ ভোট, মো. সাদিকুজ্জামান সরকার ৩ হাজার ৮০ ভোট পেয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে এই ফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।
ডাকসুর ক্রীড়া সম্পাদক পদে জয়ী আরমান একাধারে সেলফ ডিফেন্স প্রশিক্ষক, এমফিল গবেষক, মার্শাল আর্টিস্ট, এবং ক্রীড়া সংগঠন। জুডোতে ব্ল্যাকবেল্ট (প্রথম ড্যান) এবং কারাতেতে দ্বিতীয় ড্যান অর্জন করেন তিনি। খুলনার ঝিকরগাছার আরমান যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন।
২০২৩ সালে ঢাবির আরবি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ‘ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন’ও শেষ করেন। বর্তমানে ‘টেকনিক্স ও সেলফ ডিফেন্স’ বিষয়ে এম ফিল গবেষণা করছেন ২০১৬-১৭ সেশনের এই শিক্ষার্থী। বিকেএসপি থেকে কোচিং প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্বীকৃত রেফারি তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া, সংগঠন, আন্দোলন এবং সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। ঢাবি জুডো-কারাতে ক্লাবের প্রেসিডেন্ট, একইসঙ্গে জুডো কারাতে সেন্টারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাঁধনের মুহসীন হলের সাবেক সভাপতি।
এ ছাড়া ঢাবির আন্তহল জুডো ও কারাতে প্রতিযোগিতায় টানা তিনবার আনবিটেবল চ্যাম্পিয়ন তিনি। পাশাপাশি আন্তঃবিভাগ ফুটবল, আন্তঃহল ভলিবল, হ্যান্ডবলে রানার্স-আপ দলে ছিলেন তিনি। অ্যাথলেটিকস ও ওয়াটার পোলো প্রতিযোগিতায়ও সাফল্য আছে তার।
‘জে কে কমব্যাট একাডেমি’ প্রতিষ্ঠাও তিনি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং শারীরিক ফিটনেস বিষয়ে সেমিনার ও কর্মশালা আয়োজন করে থাকে এই একাডেমি।