মেঘমল্লারের বিষয়ে ডাকসুতে বিজয়ী শিবিরের কাছে যা চাইলেন ড. মির্জা গালিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:২৭ পিএম
মেঘমল্লারের বিষয়ে ডাকসুতে বিজয়ী শিবিরের কাছে যা চাইলেন ড. মির্জা গালিব
ড. মির্জা গালিব

ডাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল জয় পেয়েছে। নবনির্বাচিত এই প্যানেলের কাছে দুটি প্রস্তাব জানিয়েছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মির্জা গালিব।

বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব জানান।

মির্জা গালিব পোস্টে লেখেন, ‘ঢাবিতে ডাকসুতে বিজয়ী শিবির সমর্থিত প্যানেলের কাছে আমার চাওয়া মাত্র দুটি। এক. মেঘমল্লার যেন মনের খুশিতে যতটা চায় ততটা শিবিরকে গালাগালি করতে পারে- এমন একটা অবাধ মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা। ‘দুই. দল-মত-পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন কোনো হয়রানি বা বুলিংয়ের শিকার না হয়, এমন একটা ভয়ডরহীন নিরাপদ পরিবেশ।’

dhakapost

এদিকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ ২৮টি পদের বেশির ভাগ পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা।

ভিপি পদে ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন।

Link copied!