জয়ী হওয়ার পর যা বললেন ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:০৭ এএম
জয়ী হওয়ার পর যা বললেন ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম
সিনেট ভবনে নবনির্বাচিতদের সংবাদ সম্মেলন

ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, ডাকসুর এই বিজয়ের মধ্য দিয়ে জুলাইয়ের প্রজন্ম জয়লাভ করেছে। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর পাশে পরিবারের মতো থাকবেন ডাকসু নির্বাচনে নবনির্বাচিতরা। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সাদিক কায়েম। 

এবারের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন। তারা সবাই শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী। 

উপস্থিত সাংবাদিকদের মোবারকবাদ জানিয়ে সাদিক বলেন, ‘ডাকসু নির্বাচন জয়-পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয় লাভ করেছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জয়লাভ করেছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ে আকাঙ্ক্ষা বিজয় লাভ করেছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয় পেয়েছে।’

জুলাই বিপ্লব, মহান মুক্তিযুদ্ধ ও ৯০-এর শহীদদের প্রতি সম্মান জানিয়ে এই নবনির্বাচিত ডাকসু ভিপি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ওপর নেতৃত্বের আমানত রেখেছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের প্যানেলের ওপর তারা যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করব। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামব না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।’

ঢাবি শিক্ষার্থীদের কাছে ডাকসুর ভিপি পরিচয় দিতে চান না উল্লেখ করে সাদিক কায়েম বলেন, ‘আমি আমার বোনের একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই, আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হয়ে পরিচয় দিতে চাই, আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হয়ে পরিচয় দিতে চাই, আমার বন্ধুর একজন বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই, শিক্ষকের ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই। আমি আগে যা ছিলাম, ভিপি হাওয়ার পরও তাই থাকব। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পরিবার যেভাবে পাশে থাকে, আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকব।’

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোট নেওয়া হয়। ডাকসুতে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। ডাকসু নির্বাচনে ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন মোট ৮টি কেন্দ্রে। 

এবার ডাকসুর ২৮টি পদে মোট প্রার্থী ছিলেন ৪৭১ জন। ভিপি পদে মোট প্রার্থী ৪৫ জন। এর মধ্যে নারী প্রার্থী ৫ জন। আর জিএস পদে প্রার্থী ছিলেন ১৯ জন, সেখানে মাত্র ১ জন নারী প্রার্থী ছিলেন। এ নির্বাচনে ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!