ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্র ভোটকেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এই ভোটকেন্দ্রের জগন্নাথ হলের ভোট গণনায় দেখা যায়, ডাকসুর ভিপি পদে ছাত্রদলের প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান ১২৭৬ ভোট পেয়েছেন। শিবিরের সাদিক কায়েম পেয়েছেন ১০ ভোট। এ ছাড়া উমামা ফাতেমা ২৭৮, আবদুল কাদের ২১, বিন ইয়ামিন মোল্লা ৫, শামীম হোসেন ১৭১ ও তাসনিম আফরোজ ইমি ১১ ভোট পেয়েছেন।
জগন্নাথ হলে ডাকসুর জিএস পদে মেঘমল্লার বসু ১১৭০ ভোট পেয়েছেন। এ ছাড়া এস এম ফরহাদ ৫, তানভীর বারী হামিম ৩৯৮, আরাফাত চৌধুরী ১৬৯ ও আবু বাকের মজুমদার ২৭ ভোট পেয়েছেন।
এদিকে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার প্রাথমিক পর্যায়েই তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বুধবার রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।
ওই পোস্টে আবিদুল ইসলাম লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’
ডাকসুর ১২ সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির জয়ী
ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি। সদস্যপদে ফলাফল ঘোষণা চলছে।
জয়ী হলেন যারা
* সহসভাপতি (ভিপি)– আবু সাদিক কায়েম
* সাধারণ সম্পাদক (জিএস) –এস এম ফরহাদ
* সহসাধারণ সম্পাদক (এজিএস)—মুহা মহিউদ্দীন খান
* মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা
* বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার
* কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক— উম্মে ছালমা
* আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান
* সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক—মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)
* গবেষণা ও প্রকাশনা সম্পাদক—সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)
* ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন
* ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ
* সমাজসেবা সম্পাদক—যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)
* ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম
* স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—এম এম আল মিনহাজ
* মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া