• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

জাবিতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘নাট্যপার্বণ‍‍`


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৩:২২ পিএম
জাবিতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘নাট্যপার্বণ‍‍`

‍‍‘রক্তিম‌ রজ্জু ছিঁড়ে রাঙ্গুক পৃথিবী‍‍’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে নাট্যপার্বণ-২০২৪। জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে  সপ্তাহব্যাপী এ নাট্যপার্বণ ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মেঘ এ তথ্য জানান।

মাহফুজুল ইসলাম মেঘ জানান, প্রতিষ্ঠার ৪৪ বছরের ধারাবাহিকতায় এবারের নাট্যপার্বণে মোট ছয়টি নাটক পরিবেশিত হবে। এর মধ্যে ২৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজিত নাটক ‍‍‘হায়েনার খাঁচায় বদ্ধ জীবন‍‍’, ৩০ সেপ্টেম্বর ওপেন স্পেস থিয়েটার প্রযোজিত ‍‍‘দা আর্ট‍‍’, ২ অক্টোবর এক্টোম্যানিয়া প্রযোজিত ‍‍‘হ্যামলেট মেশিন‍‍’, ৩ অক্টোবর প্রাচ্যনাট প্রযোজনায় ‍‍‘পুলসিরাত‍‍’, ৪ অক্টোবর জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত ‍‍‘দ্বিতীয় মৃত্যুর আগে‍‍’ এবং ৫ অক্টোবর আরশিনগর প্রযোজিত মঞ্চনাটক ‍‍‘সিদ্ধার্থ‍‍’ মঞ্চায়িত হবে।

এ ছাড়া নাট্যপার্বণে আবুল মনসুরকে গুণীজন এবং জিয়াউল হককে নাট্যজন সম্মাননা দেওয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৮০ সালে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর থিয়েটার সর্বমোট ১১৪টি নাটকের প্রায় চার শতাধিক সফল মঞ্চায়ন করেছে।

Link copied!