• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

রাজশাহী বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০৪:১৫ পিএম
রাজশাহী বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে এবার সাত বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন। এই বোর্ডে এবার পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। এরমধ্যে দুইটি স্কুলের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করেননি।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এসএসসির ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে, ২০২১ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেন। ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিলেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক বলেন, “পাসের হার এবার অন্য বছরের তুলনায় কম। পাসের হার কেন কমেছে তা খতিয়ে দেখা হবে।”

আরিফুল হক জানান, চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৩১৪ জন। এরমধ্যে ১ লাখ ৯৫ হাজার ১২৪ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করে ১ লাখ ৬৭ হাজার ৫৮১ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। বহিষ্কৃত পরীক্ষার্থী ১৮ জন।

আরিফুল হক আরও জানান, এ বছর পাসের হার কমলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ। ২ হাজার ৬৭৮টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল। এরমধ্যে ১৪৭ স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। দুটি স্কুলের কেউই পাস করেনি। যে দুটি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তা তদন্ত করে ব্যবস্থা হবে। 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!