• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মুহররম ১৪৪৬
সাফল্য

যমজ বোনের একজন মেডিকেলে আরেকজন পড়বেন বুয়েটে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৩:২৬ পিএম
যমজ বোনের একজন মেডিকেলে আরেকজন পড়বেন বুয়েটে
ছবি : সংগৃহীত

ইচ্ছাশক্তি, প্রতিযোগিতা ও অধ্যবসায়ের মাধ্যমে যমজ দুই বোন পড়তে যাচ্ছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে। তাদের গৌরবময় অর্জনে পরিবারের পাশাপাশি এলাকা ও সমাজের মানুষও গর্ববোধ করেন। যমজ বোন যারীন তাস‌নিম ও যাহরা তাস‌নিম ধারাবা‌হিক সফলতা ধরে রেখে এখন স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে।

যারীন তাসনীম আগে থেকেই স্বপ্ন দেখতেন প্রকৌশলী হবেন আর যাহরা তাসনীম হতে চেয়েছেন চিকিৎসক। অবাক বিষয়, তাদের মনের আকাঙ্ক্ষা পূরণে একচুলও এদিক-সেদিক হয়নি। সৃষ্টিকর্তাও যেন তাদের সেই ইচ্ছা পূরণ করতে দেরি করেননি।

গত সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সেখানে যারীন তাসনীম উত্তীর্ণ হয়েছেন।

অন্যদিকে গত ১৯ জানুয়ারি দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হলে যাহরা তাসনিম টাঙ্গাইল মেডিকেল কলেজে উত্তীর্ণ হন।

যারীন ও যাহরা টাঙ্গাই‌লের সখীপুরের কচুয়া গ্রামের আবু জুয়েল সবুজ ও মা চায়না দম্পতির সন্তান। আবু জুয়েল সবুজ সূর্যতরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেন। আর চায়না আক্তার গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শুধু বুয়েট-মেডিকেলের সফলতাই নয়, এর আগেও যারীন ও যাহরা সমানতালে প্রতিযোগিতা করে লেখাপড়া করতেন। দুজনে পিইসি, জেএসসি ও এসএসসিতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকার হলি ক্রস কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকেও তারা জিপিএ-৫ পেয়েছেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!