• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

নজরুল বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ৭ ফেব্রুয়ারি


জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৮:২৯ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ৭ ফেব্রুয়ারি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপাচার্য বাসভবনের অফিস কক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক ভর্তি কমিটির প্রধান সমন্বয়কদের নিয়ে আয়োজিত এক সভা থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে।

এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যরা।

ওরিয়েন্টেশনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)  চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। সভাপতিত্ব করবেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী।

উপস্থাপনা করবেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানের অনলাইন লিঙ্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!