• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বুরহান-তোফায়েল


শাবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০৭:৫৩ পিএম
ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বুরহান-তোফায়েল

ময়মনসিংহ জেলা হতে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‍‍‘ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন‍‍’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বুরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তোফায়েল আহমেদ মনোনীত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মশিউর ইসলাম, সহ-সভাপতি মাহফুজুল আলম রনি, লাবিব মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া, মো. জাকারিয়া হোসেন, মোজাহিদুল মুক্তাদির মুয়াজ, তারিকুল ইসলাম জিম, সাংগঠনিক সম্পাদক আরাফাত আহমেদ সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসফিকুর রহমান খন্দকার, মো. সায়েম আহমদ বিকি, রাশিদুল ইসলাম, মো. শামীম, মাহাবুল ইসলাম, মো. আসাদুল হক, মো. মহিম উদ্দিন মোব্বাসসির, কোষাধ্যক্ষ সাব্বির হোসেন, সহকারী কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম শুভ, আব্দুল হালিম, আরিফ হোসাইন, শফিক, শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আশিকুর রহমান আশিক, সহকারী দপ্তর সম্পাদক তানিম ইবনে বারী খান, আল-আমিন, মো. শাহিন মিয়া, সজিব হাসান জয়।

এছাড়া ক্রীড়া সম্পাদক হিসেবে ওবায়দুল হক তারেক, সহকারী ক্রীড়া সম্পাদক মো. সোহরাব হোসেন, নুরুন নিসা, মো. রিফাত মিয়া, তাজিমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নুসরাত জাহান তানজিম, সহ-সাংস্কৃতিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, মুক্তা সাহা, নন্দোনা দেবনাথ, তাবাসসুম ইসলাম নওশীন, প্রচার সম্পাদক শাহজাহান কবির হিরা, সহ-প্রচার সম্পাদক ফাতিহা চৌধুরী রাত্রি, মো. তারেক আজাদ, মায়া, তানভীর আহম্মদ, নারী কল্যাণ বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, সহকারী নারী কল্যাণ সম্পাদক মাহফুজা আক্তার শিমু, শারমিন আকতার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মুক্তার হোসেন রনি, সহকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. মাসুদ রানা মনোনীত হয়েছেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাকিব, মো. মেহেদী হাসান নাহিন, আলিফা জান্নাতুল উর্মি।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

Link copied!