• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দুর্গাপূজায় ৬ দিনের ছুটিতে পাচ্ছেন জবি শিক্ষার্থীরা


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৬:৫৩ পিএম
দুর্গাপূজায় ৬ দিনের ছুটিতে পাচ্ছেন জবি শিক্ষার্থীরা
ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

রোববার (১৫ অক্টোবর) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২-২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস এবং ২২-২৪ অক্টোবর পর্যন্ত সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। এসময় বিশ্ববিদ্যালয়ের পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, ইন্টারনেটসহ সব জরুরি পরিষেবা চালু থাকবে।

এ বিষয়ে পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, “যেহেতু আমাদের দাপ্তরিক অফিসগুলো একদিন আগে খোলা হবে, সেহেতু শুধু বুধবার দাপ্তরিক বাসগুলো চলাচল করবে। এরপর বৃহস্পতিবার থেকে সব বাস আগের ন্যায় চলাচল করবে।”

ছাত্রী হল বিষয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার কথা ভেবে এ কয়দিন ছুটির জন্য হল বন্ধ হবে না। হলের কার্যক্রম আগের মতই চলবে।”

শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা মোট ৬ দিনের ছুটি পাচ্ছেন।

Link copied!