• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

তীব্র তাপদাহে চবিতে সশরীরে ক্লাস বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ০৮:০১ এএম
তীব্র তাপদাহে চবিতে সশরীরে ক্লাস বন্ধ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছবি : প্রতিনিধি

দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে অনলাইনে ক্লাস হবে এবং পরীক্ষা হবে সশরীরে। সেইসঙ্গে শাটল ট্রেন ও অফিস যথারীতি চলবে।

রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ডিনদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ কে নুর আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বাইরে বের হওয়ার সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, “চলমান তীব্র গরমে শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং অনলাইনে ক্লাস চলবে। অফিস ও শাটল ট্রেন যথানিয়মে চলবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

Link copied!