• ঢাকা
  • শনিবার, ১৪ জুন, ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৬

শাবিতে কুকুর-আতঙ্ক


শাবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ০১:৩১ পিএম
শাবিতে কুকুর-আতঙ্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে কুকুরের উপদ্রব বেড়েছে। এতে কুকুরের আক্রমণের আতঙ্কে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এরই মধ্যে গত কয়েক দিনে একাধিক শিক্ষার্থী কুকুরের কামড়ের শিকার হয়েছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসের গোলচত্বর শিক্ষার্থীদের আড্ডার অন্যতম স্থান। আর একই জায়গায় কুকুরের আশ্রয়স্থল গড়ে উঠেছে। গোলচত্বর ছাড়াও ক্যাম্পাসের বাসস্ট্যান্ড, চেতনা-৭১, ফুডকোর্ট, ছাত্রীহল রোড, এক কিলোরোড, ক্যাম্পাসের অভ্যন্তরের যাত্রীছাউনিসহ বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশে কুকুর দলবদ্ধভাবে ঘোরাফেরা করে। ফলে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় চলাফেরা করা সংশ্লিষ্টদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

একাধিক শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি ক্যাম্পাসে অনেক কুকুরের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। শিক্ষার্থী ও কর্মচারীরা মনে করছেন কুকুরগুলো নতুন বাচ্চা দেওয়ার কারণেই এমন খ্যাপাটে হয়ে পড়েছে।

কুকুরের কামড়ের শিকার হওয়া নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাইফুর রহমান হিমন বলেন, “বুধবার আমি বিশ্ববিদ্যালয়ের ফুড কোর্ট-১-এ আমি দাঁড়ানো ছিলাম। তখন হঠাৎ পেছন থেকে কুকুড় এসে আমার হাঁটুর পেছনে কামড় দেয়। তাৎক্ষণিক ডাক্তারের কাছে গেলে আমাকে ৪টা ইনজেকশন দেওয়া হয়।”

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ হাসান খান বলেন, “কয়েকদিনে প্রায় ৭-৮ জনকে কামড় দিয়েছে। আজও একজনকে কামড় দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা বা উদ্যোগ নিতে দেখা যায়নি।”

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “আমরা সিটি করপোরেশনে চিঠি দিয়েছি। বাচ্চাসহ কুকুরগুলোকে আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অনেকে বাধা দেয়। তাই আমরা কুকুরের বাচ্চাসহ ক্যাফেটেরিয়ার পেছনে একটি নির্জন জায়গায় রেখে আসছি। যদি কোনো শিক্ষার্থী ও বহিরাগত যায় তাহলে তাদের কুকুরগুলো আক্রমণ করছে। আর কুকুরগুলো নিধন অথবা সরানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্টার যে দিকনির্দেশনা দেবেন সে অনুযায়ী কাজ করব।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!