• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অসদাচরণের দায়ে ঢাবি অধ্যাপকের পদাবনতি


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০৯:৩৫ এএম
অসদাচরণের দায়ে ঢাবি অধ্যাপকের পদাবনতি

অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল- ইসলামের পদাবনতি করে সহযোগী অধ্যাপক করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার রাতে (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটি ও ট্রাইব্যুনালের সুপারিশক্রমে বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় ওই শিক্ষকের বিরুদ্ধে পদানবতির এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে ৫ শিক্ষার্থীকে পরীক্ষাসহ ৪ বছর, ৫৩ জনকে পরীক্ষাসহ ৩ বছর এবং ৩৯ জন শিক্ষার্থীকে পরীক্ষাসহ ২ বছর মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। এ ছাড়া ২ জন শিক্ষার্থীর সংশ্লিষ্ট কোর্সের মিডটার্ম বা ইনকোর্স পরীক্ষা বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!