• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০, ১৫ রমজান ১৪৪৬

ভালোবাসা দিবসে জাবিতে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৫:৪৫ পিএম
ভালোবাসা দিবসে জাবিতে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ
বিক্ষোভ। ছবি : প্রতিনিধি

‘কেউ পাবে কেউ পাবে না,  তা হবে তা হবে’ স্লোগান দিয়ে ভালোবাসা দিবসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন প্রেমবঞ্চিত সংঘের সদস্যরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ ‘প্রেমের নামে নষ্টামি চলবে না চলবে না’, কাপলদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘তুমি কে, আমি কে বঞ্চিত, বঞ্চিত’, এমন নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সদস্যরা বলেন, “আমাদের সিঙ্গেলদের অপমান করার জন্যই ভালোবাসা দিবস পালন করা হচ্ছে। ভালোবাসা দিবস হোক বঞ্চিতদের মূল্যায়ন করার পর। একজন ব্যক্তি একটি প্রেম করুক একাধিক নয়। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে কালনাগিনী, শঙ্খিনীরা  আমাদের ভাইদের ছোবল মারছে। ভাইরা হলে গিয়েও গোপনে অশ্রু বিসর্জন দিচ্ছে। ভাইদের এই কষ্ট আর মেনে নেওয়া যাবে না, চলবে না। সমাজে প্রেম ও ভালোবাসার অভাব পরিলক্ষিত। অবশ্যই আমরা প্রেমের বিরুদ্ধে না, তবে পবিত্র প্রেমের নামে এই বৈষম্য চাই না। আমরা চাই সমতা। এজন্য ভালোবাসা দিবসে এই কর্মসূচি।”

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন প্রেমবঞ্চিত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি শহীদ রফিক জব্বার চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়।

Link copied!