• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

নোবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন


নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৯:২৩ পিএম
নোবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সংবাদ প্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইকবাল হোসাইন সুমন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাহানা রহমানকে আহ্বায়ক, সহকারী প্রভোস্ট নাজমুস সাকিব খানকে সদস্য সচিব ও সহকারী প্রক্টর আল-মামুনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইকবাল হোসাইন সুমন সংবাদ প্রকাশকে বলেন, “বুধবার উভয় পক্ষের নেতাদের সঙ্গে আমরা বৈঠক করে বিষয়টি সমাধান করে দিয়েছি। ক্যাম্পাস এখন শান্ত রয়েছে। আর ঝামেলা নেই। তদন্ত কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।“

খাবারের টেবিলে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে বুধবার (২২ মার্চ) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

Link copied!