শিক্ষার্থী ভর্তি না হওয়াতে শূন্য আসনের বিপরীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের আবেদন আজ থেকে শেষ হচ্ছে।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে আগ্রহীদের বিষয় পরিবর্তনের আবেদন করতে হবে।
বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীরা কিছু সংখ্যক বিষয়ে আসন শূন্য থাকায় নির্ধারিত আসনে আগ্রহী ভর্তিকৃত শিক্ষার্থীদের মনোনয়ন প্রদানের মাধ্যমে বিষয় পরিবর্তনের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের মাইগ্রেশন পূর্বে দেওয়া তার পছন্দক্রম অনুযায়ীই হবে। অর্থাৎ নতুন করে শিক্ষার্থীদের কোনো পছন্দক্রম দিতে হবে না। ইতোপূর্বে যারা চূড়ান্তভাবে বিষয় পছন্দ করেছে তাদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এই আবেদন করা যাবে। আগামী ৫ সেপ্টেম্বর বিকেলে পরিবর্তিত বিষয়ের মনোনয়ন (পরিবর্তন হলে) দেখতে পাওয়া যাবে।
বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https:// admission.eis.du.ac.bd) লগইন করে ‘বিষয় পরিবর্তনে আগ্রহী’ মেনুতে ক্লিক করে আবেদন করতে হবে। সেই সঙ্গে অনলাইনে বিশেষ মাইগ্রেশনের আবেদনের সঙ্গে বিশ টাকা অনলাইনে জমা করে শিক্ষার্থীকে আবেদন সম্পন্ন করতে হবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা মোট তিন ইউনিটে শিক্ষার্থী ভর্তি না হওয়াতে সর্বমোট ৩৮৯টি আসন ফাঁকা রয়েছে।
যার মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ভর্তি না হওয়াতে মানবিক বিভাগে ১৩৮, বিজ্ঞানে ৮৫ ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২৮টি আসন ফাঁকা রয়েছে। বিজ্ঞান ইউনিটে ১২৫ টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে বিজ্ঞানে ৯ টি ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৪ টি আসন ফাঁকা রয়েছে।
চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনিস্টিউটের অধীনে এবার মোট ৫ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। যার মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ জন, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ জন, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০ জন শিক্ষার্থী।