• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

৭ কলেজের অধিভুক্তি বাতিল করতে আলটিমেটাম


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৭:০২ পিএম
৭ কলেজের অধিভুক্তি বাতিল করতে আলটিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যায়ল ও সাত কলেজের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে রাজধানীর ৭টি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে এ দাবি জানান তারা।

‘৭ কলেজ অধিভুক্তি বাতিল চাই আন্দোলন’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপরাজেয় বাংলা থেকে কেন্দ্রীয় লাইব্রেরি, সামাজিক বিজ্ঞান ভবন, সূর্য সেন হল হয়ে প্রশাসনিক ভবনে আসেন। প্রশাসনিক ভবনে এসে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের শিক্ষার্থীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে, ৭ কলেজ সেখানে আরও বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ৭ কলেজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষা-শিক্ষক অনুপাত, শিক্ষকদের গবেষণা, সাইটেশনসহ বহু দিক দিয়ে শুধুমাত্র ৭ কলেজ আমাদের যুক্ত থাকার কারণে আমাদের র্যাংকিং অনেক নিচে নেমে যাচ্ছে। আমরা এই বোঝা থেকে চূড়ান্ত মুক্তি চাই। অস্তিত্বের প্রশ্নে আমরা সর্বোচ্চ দ্রুত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৭ কলেজের অধিভুক্তি স্থায়ীভাবে বাতিল চাই।

Link copied!