স্বপ্নপূরণ হয়নি বেলায়েতের


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২২, ০৮:৫৩ পিএম
স্বপ্নপূরণ হয়নি বেলায়েতের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘সাংবাদিকতা’ বিভাগে পড়ার স্বপ্ন নিয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল ৫৫ বছর বয়সী বেলায়েত। কিন্তু সেই স্বপ্নপূরণ হয়নি তার।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনিস্টিউটভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী নির্ধারিত আসনের ১০ গুণ বেশি পরীক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়। তবে সেই তালিকায় বেলায়েতের স্থান হয়নি।

বেলায়েত বলেন, “আমার হয়তো ভাগ্য মন্দ, সেজন্য জাবিতে হলো না। পরবর্তী পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেটির জন্যই প্রস্তুতি নিচ্ছি।”

 

Link copied!