বিচ্ছিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ না করে একযোগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।
মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বিটিএর সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকতাকে এখনো পেশা হিসেবে না দেখে ‘ব্রত’ হিসেবে দেখা হয়। তাই রাষ্ট্রীয় বাজেটে শিক্ষকদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয় না। রাষ্ট্র চায় শিক্ষকরা কোনোমতে খেয়ে-পরে রাষ্ট্র বিনির্মাণকে মহান ব্রত মনে করে নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করুক। ‘বিশ্ব শিক্ষক দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের এবং শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে শিক্ষাক্ষেত্রের সমস্যাগুলো সমাধান করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
শেখ কাওছার আহমেদ আরও বলেন, “শিক্ষকদের ন্যায্য পাওনা ও সুবিধা থেকে বঞ্চিত রেখে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানকে প্রকারান্তরে অস্বীকার করা হচ্ছে। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না করায় এবং কোনো ধরনের সুযোগ-সুবিধা না বাড়িয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ৬ শতাংশের জায়গায় ১০ শতাংশ কেটে রাখা খুবই দুঃখজনক।”
বিটিএর সাধারণ সম্পাদক বলেন, “শিক্ষাব্যবস্থায় টেকসই উন্নয়নের জন্য শিক্ষায় বিনিয়োগের বিকল্প নেই। তাই আমরা এ মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানাচ্ছি। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।”