• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাওয়া হলো না অপুর   


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৬:০২ পিএম
পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাওয়া হলো না অপুর   

জীবনের শেষ পরীক্ষায় প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (২০১১-১২ সেশন) শিক্ষার্থী মাসুদ আল মাহদী অপু (২৬)। তবে সেই সুসংবাদ পৌঁছায়নি তার কাছে।

২৭ সেপ্টেম্বর মৃত্যুর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। রোববার (২১ নভেম্বর) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র তারেক হাসান নির্ঝর সংবাদ প্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর চাঁনখারপুলের নাজিম উদ্দিন রোডের একটি বাসা থেকে ২৭ সেপ্টেম্বর ঢাবি মাসুদ আল মাহদী অপুর (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

অপু সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পিরোজপুরের স্বরূপকাঠিতে জন্মগ্রহণ করা অপু দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। নতুন ধারার চলচ্চিত্র নির্মাণ করবেন এই স্বপ্ন দেখেছিলেন এই ঢাবি ছাত্র।

স্নাতকোত্তর শেষে তিনি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন। বছর খানেকের অক্লান্ত প্রস্তুতির পর সম্প্রতি বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো ফল করছিলেন তিনি। সর্বশেষ পরীক্ষাটি দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে।

ফেসবুক পোস্টে তারেক হাসান নির্ঝর তাকে নিয়ে লিখেন, “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রথম শ্রেণির কর্মকর্তা পদে নিয়োগের ভাইভা বোর্ডে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি খেয়াল করলেন, যে ছেলেটা এমসিকিউ ও রিটেন পরীক্ষায় প্রথম হয়েছে, সে ভাইভা দিতে আসেনি। তখন তিনি সংশ্লিষ্টদের বললেন, এই নিয়োগ প্রার্থীকে ফোন দিতে। তারা জানালেন, ছেলেটা গতমাসে মারা গেছে। বুকের মধ্যে ধাক্কা লেগে উঠলো ওই শিক্ষকের। তিনি তালিকার নামটা ভালোভাবে পড়ে দেখলেন- ছেলেটার নাম মাসুদ আল মাহাদী (অপু)। তার প্রিয় ছাত্রদের একজন।” 

Link copied!