• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

চবিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ম্যুরাল উদ্বোধন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৩:১৩ পিএম
চবিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ম্যুরাল উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনির্মিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলে ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরাল’ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) সকালে এই ম্যুরাল উদ্বোধন করা হয়।

ম্যুরালের ফলক উন্মোচন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এসময় চবির উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, প্রক্টর রবিউল হাসান ভূইয়াসহ, সহকারী প্রক্টররা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ড. শিরীণ আখতার বলেন, বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুকে সব সময় সাহস ও প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু কারাগারে অন্তরীণ থাকাকালে তিনি পরিবারের পাশাপাশি দলেরও হাল ধরেছিলেন। বঙ্গমাতার ভূমিকার কারণে স্বাধীনতার আন্দোলন চোরাবালিতে হারিয়ে যায়নি। তিনি দিশাহারা সংগঠনের নেতাকর্মীদের যোগাযোগ রেখে আন্দোলনকে বেগবান করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিতেন।

উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক মহীয়সী নারী। তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর পাশে থেকে বাঙালির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। সহজ-সরল ও নিরহংকারী ফজিলাতুন্নেছা মুজিব দেশ ও জাতি গঠনে যে অবদান রেখে গেছেন-তা যুগে যুগে সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. প্রকাশ দাশগুপ্ত বলেন, এখনো হলের কাজ সম্পূর্ণ শেষ না হলেও উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতারের প্রতি সম্মান দেখিয়ে ম্যুরালটি উদ্বোধনের চেষ্টা করেছিলাম। আজকে তা পেরেছি।

আজ বিকেলে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন উপলক্ষে সেমিনার ও ওয়েবিনারের আয়োজন করেছেন চবি প্রশাসন।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিরীণ আখতার। বিশেষ অতিথি অধ্যাপক বেনু কুমার দে, প্রধান আলোচক কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ।

সভাপতিত্ব করবেন রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান এবং সঞ্চালনায় থাকবেন প্রক্টর রবিউল হাসান ভূইয়া। 

Link copied!