• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

চবিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঢাবির ভর্তি পরীক্ষা


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০৬:০০ পিএম
চবিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঢাবির ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। 

শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয় ‘ক’ ইউনিটের পরীক্ষা, শেষ হয় বেলা সাড়ে ১২টায়।

চবি সূত্রে জানা গেছে, এবার ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ২১০ জনের আসন পড়েছে চবি কেন্দ্রে। এর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৭০০ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ৭৭ দশমিক ৬১ শতাংশ। এছাড়া অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫১০ জন। 

অনুপস্থিতির হার ২২ দশমিক ৩৯ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিন বেলা সাড়ে ১১টায় হল পরিদর্শন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে সব রকমের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। চবিতে ভর্তি পরীক্ষায় অতীতেও জালিয়াতির ঘটনা ঘটেনি। আমরা এ সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা প্রস্তুত।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!