• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সাবেক এমপিকে বহিষ্কার করল বিএনপি


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ১২:০৮ পিএম
সাবেক এমপিকে বহিষ্কার করল বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দিয়েছে বিএনপি।

শনিবার (২৫ ডিসেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ অব্যাহতির কথা জানানো হয়।

নজরুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। 

গত ৯ ডিসেম্বর খুলনা মহানগর কমিটির সভাপতি মঞ্জুসহ শীর্ষ সব নেতাকে বাদ দিয়ে হঠাৎ করে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। এরপর থেকে খুলনায় দলটির রাজনীতিতে বিভক্তি তৈরি হয়। ওই কমিটি গঠনের বিরুদ্ধে জ্যেষ্ঠ নেতাদের সমালোচনা করেন নজরুল ইসলাম মঞ্জু।

অব্যাহতি প্রসঙ্গে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “চিঠি পেয়েছি এবং এতে আমি ব্যথিত হয়েছি। আমার প্রতি অবিচার করা হয়েছে। ৪৪ বছর রাজনীতি করে বিএনপিকে টিকিয়ে রাখার ‘পুরস্কার’ দেওয়া হয়েছে আমাকে। তারপরও বলছি, যত দিন বেঁচে থাকব, আমি বিএনপি করবো।“

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!