• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শিশুসহ স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৯:২৯ এএম
শিশুসহ স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

নাটোর শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় স্ত্রী মাছুরা খাতুন (২৩) এবং শিশুকন্যা মাহমুদাকে (৩) হত্যার অভিযোগে আব্দুস সাত্তারকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ জানুয়ারি) তাকে আটক করা হয়। আটক আব্দুস সাত্তার একই এলাকার মৃত হযরত আলীর ছেলে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, ২২ জানুয়ারি রাতের কোনো এক সময় আব্দুস সাত্তার তার স্ত্রী মাছুরাকে এবং শিশুকন্যা  মাহমুদাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরিবারের অন্যদের সহযোগিতায় মরদেহ দুটি সরিয়ে ফেলারও চেষ্টা করেন তিনি।

এদিকে প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, “পাঁচ বছর আগে আব্দুস সাত্তার বিয়ে করেন। কিন্তু কেউ তার স্ত্রী ও সন্তানকে দেখেননি। আব্দুস সাত্তার তার স্ত্রী সন্তানকে সব সময় ঘরের মধ্যে তালাবদ্ধ করে বাইরে যান। স্ত্রীকে তিনি বাইরে বের হতে দিতেন না।”

প্রতিবেশীরা আরও জানান, আব্দুস সাত্তার এর আগেও একটি বিয়ে করেছিলেন। সেই স্ত্রীও নির্যাতনের কারণে পালিয়ে যান।

পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!