• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
ইউপি নির্বাচন

রাঙামাটির ৮টির মধ্যে ৭টিতেই জিতেছে আ. লীগ


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ১১:৩৯ এএম
রাঙামাটির ৮টির মধ্যে ৭টিতেই জিতেছে আ. লীগ

পার্বত্য জেলা রাঙামাটিতে অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮টি ইউনিয়নের মধ্যে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৭টি এবং স্বতন্ত্র প্রার্থী একটিতে বিজয়ী হয়েছেন। 

রোববার (২৮ নভেম্বর) তিনটি উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাঙামাটির কাউখালী উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে বেতবুনিয়ায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অংক্যজ চৌধুরী এবং কলমপতি ইউনিয়নে আওয়ামী লীগের ক্যজাই মারমা চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন বিজয়ী হয়েছেন। উপজেলা দুর্গম ফটিকছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঊষাতন চাকমা আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

কাপ্তাই উপজেলায় চিৎমরম ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরী। গত ১৬ অক্টোবর কাপ্তাই চিৎমরম ইউনিয়নের  আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করলে এই ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচন বাতিল করে তৃতীয় ধাপে নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। 

কাপ্তাই রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। ফলাফলে  ৯ কেন্দ্রে  নৌকা প্রতীকে ওয়েশ্লিমং চৌধুরী পেয়েছেন ১৭৬৯ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র  প্রতিদ্বন্দ্বী টেবিল ফ্যান প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান খাইসা অং মারমা পেয়েছেন ১৪৫১ ভোট।

রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে বাঙ্গালহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আদোমং মারমা নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ঘিলাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রবার্ট মারমা এবং গাইন্দা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী পুচিংমং মারমা নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

Link copied!