নাতি কলেজে ভর্তি হয়েছে, এই আনন্দে শনিবার বিকেলে নাতিকে মোটরসাইকেল কিনে দেন দাদা। মোটরসাইকেল কেনার একদিন পরই সেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন ফারহান আঞ্জুম মাফি (১৭)।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিবির বাজার রোডস্থ কালাপীর মাজার শরীফের সামনে এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও দুইজন।
আহতরা হল নগরীর বজ্রপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. রাজু (১৭) ও নজরুল এভিনিউ এলাকার আমিন মিয়ার ছেলে ইফতি। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মাফির বাবা দৈনিক আমাদের কুমিল্লার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজল দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।
নিহত মাফির পরিবার জানায়, মাফি এ বছর এসএসসি পাস করে নগরীর রেসিডেনন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। নাতি কলেজে ভর্তি হওয়ার খুশিতে তার দাদা শনিবার (২৬ ফেব্রুয়ারি) তাকে একটি মোটরসাইকেল কিনে দেন। দাদার মোটরসাইকেল পেয়ে খুশিতে দুই বন্ধুকে নিয়ে রোববার সন্ধ্যায় গোমতীর পাড় ঘুরতে যায় তারা। এ সময় কলেজ ছাত্র মাফি মোটরসাইকেল চালাচ্ছিল। ঘুরাঘুরি করে শহরে ফেরার পথে রাত ৯টায় বিবির বাজার রোডস্থ কালাপীর মাজার শরীফের সামনের স্পীড ব্রেকারে এসে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে মাফিসহ তার দুই বন্ধু মারাত্মক আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরেই কর্তব্যরত চিকিৎসক মাফিকে মৃত ঘোষণা করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।