বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এবং বিতর্কিত উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে পাবনায় মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটির আবেদন করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আরশেদ আলম এ মামলার আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান, চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন। তবে কোনো আদেশ দেননি। পরে আদেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মামলার বাদী অ্যাডভোকেট আরশেদ আলম বলেন, “মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এটি শুধু জাইমার সম্মানহানি নয়, এটি পুরো নারী ও আইনজীবী সমাজের জন্য অপমানজনক। এ জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে মামলা করেছি।”
আসামিদের বিরুদ্ধে মামলাটি গ্রহণ করে আদালত সমন জারি করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।