নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের উত্তর বারমারী এলাকা থেকে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া।
জব্দকৃত কাপড়ের বাজার মূল্য ২৭ লাখ ৫৫ হাজার টাকা। কাপড়ের মধ্যে রয়েছে ৫৮৫ পিস স্পেইন বুটা শাড়ি, ৯৫ পিস অপসারা (বাইদায়হী) শাড়ি, ৩০ পিস কাতান শাড়ি, ১৪৯ পিস সিল্ক কাতান এবং ১০ পিস লেহেঙ্গা। এগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। তবে এ অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করতে পারিনি বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার বারমারী বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) নায়েব সুবেদার মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে ১০ সদস্যের টহল দল বারমারী এলাকায় চেকপোস্ট বসায়। চোরাকারবারীরা আজ দুপুর আড়াইটার দিকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায়। পরে টহলদলটি কাপড়গুলো জব্দ করে।