বরিশালের বানারীপাড়া উপজেলা সদরে একটি পলিথিন কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা আদায় করা হয়েছে দেড় লাখ টাকা। এ সময় ৩ হাজার ১৭৫ কেজি কাঁচামাল ও ৩২৪ কেজি পলিথিনের রোল জব্দ করা হয়।
রোববার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকারী বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বানারীপাড়া উপজেলার সিনেমা হল রোড এলাকার একটি পলিথিন কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ পলিথিন এবং পলিথিনের কাঁচামাল জব্দ করা হয়। সিলগালা করে দেওয়া হয় কারখানাটি। কারখানার ম্যানেজারের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে মালিক নূর মোহাম্মদ পালিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, কারখানাটি সিলগালা করে এর ভেতরে থাকা মেশিনারি ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম সমদ্দারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।