পিকআপ-অটোরিকশার সংঘ‌র্ষে নিহত ৩


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ১২:০৯ পিএম
পিকআপ-অটোরিকশার সংঘ‌র্ষে নিহত ৩

টাঙ্গাইলের মধুপু‌রে পিকআপ ও সিএন‌জিচালিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হ‌য়েছেন। 

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দি‌কে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফি‌লিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষ‌ণিকভা‌বে নিহতদের নাম প‌রিচয় পাওয়া যায়‌নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তা‌রিক কামাল জানান, মধুপুরগামী পিকআপভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএন‌জিচা‌লিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই তিনজন নিহত হন। ত‌বে নিহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি। 
ওসি তারিক কামাল আরো জানান, দুর্ঘটনা কব‌লিত প‌রিবহনগু‌লো জব্দ ক‌রে থানায় আনা হ‌য়েছে। নিহত‌দের প‌রিচয় শনা‌ক্তের চেষ্টা চলছে।

Link copied!