• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর পুকুরে, ২ ভাই নিহত


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৯:৪২ এএম
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর পুকুরে, ২ ভাই নিহত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে চামটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার আতকাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রাফাদ (২২) এবং তাহের উদ্দিনের ছেলে মোস্তফা (৩২)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, রাফাদ ও মোস্তফা ট্রাক্টর নিয়ে উপজেলার আতকাপাড়া গ্রামে বাড়িতে ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পুকুরে পড়ে যায়। এতে ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন। 

নান্দাইল হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মামুনুর রশীদ জানান, নিহতদের লাশ নান্দাইল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

Link copied!