• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ১০:৩৩ এএম
ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

বগুড়ার শেরপুরে ছেলের দায়ের কোপে মতিউর রহমান (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) ভোরে উপজেলার খানপুর ইউনিয়নের কয়ারখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ছেলের নাম মো. মামুন (৩০)। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে মামুন মানসিক ভারসাম্যহীন।

নিহতের ভাগনে মো. রাহাত জানান, গুরুতর আহত অবস্থায় মতিউর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মতিউর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Link copied!