• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

চুয়াডাঙ্গায় আরও ৮ জনের মৃত্যু


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১২:০৭ পিএম
চুয়াডাঙ্গায় আরও ৮ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯১। এদিন নতুন করে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (৩ আগস্ট)  চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সোমবার নতুন ১৮৬ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯১৫। এদিন ১৯৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২২ হাজার ৬২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। 

১৯৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১২৯ জন। এ সময় সুস্থ হয়েছেন ৫৫ জন। জেলায় মোট সুস্থ হলেন ৪ হাজার ১৬১ জন। 

বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৯০ জন, আর বাড়িতে রয়েছেন ১ হাজার ৬৯৫ জন। নতুন যে ২৬ জন শনাক্ত হয়েছেন, তার মধ্যে সদর উপজেলার ৯ জন, আলমডাঙ্গা উপজেলার ৪ জন, দামুড়হুদার ৪ জন ও জীবননগরের ৮ জন রয়েছে।

Link copied!