জামালপুর জেলার মেলান্দহ উপজেলা নাংলা ইউনিয়নের হরিপুর গ্রামে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়-দৌড় প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে নাংলা ইউনিয়নের হরিপুর গ্রামের হরিপুর মাঠে এক ঘৌড়-দৌড় খেলার আয়োজন করে এলাকাবাসী।
জাতীয় শ্রমিক লীগ মেলান্দহ উপজেলা শাখা সভাপতি নাংলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্জিনিয়ার মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক মেয়র হাজী দিদার পাশা, জেলা পরিষদের সদস্য ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের ঠিকাদার, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, নাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, হরিপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রুকনুজ্জামান রকেট, মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এস.এম. মোশাররফ হোসেন প্রিন্স। আরো উপস্থিত ছিলেন হরিপুর গ্রামের বাসিন্দা ঘৌড়-দৌড় খেলা কমিটির সদস্য মমিনুল সরকার, ইসহাক আলী শেখ, রকিবুজ্জামান পক্ষি, রমযান শেখ, গণি শেখ, লেবু শেখ, হেলাল, শান্ত শেখ, আজাহার শেখ, এরশাদ শেখ ও শ্রমিক লীগের আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঘৌড়-দৌড়ে অংশ নেন। প্রতিযোগিতায় শ শ দর্শক উপভোগ করেন।