• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেপ্তার ৪


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০৯:৩৫ পিএম
আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেপ্তার ৪

নোয়াখালীর চাটখিল বাজারের একটি আবাসিক হোটেল থেকে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় আবাসিক হোটেল ফারহানায় থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

তারা হলেন চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সুন্দরপুর কারিগর বাড়ির লাতু মিয়ার ছেলে শামসুল আলম (৫৫), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম টগবা (হেন্জু পাটোয়ারি বাড়ি) হাসমত উল্লাহর ছেলে মোহাম্মদ জসিম (৩৫), নোয়াখলা পলোয়ান বাড়ির মনসুর আহমদ ছেলে আব্দুর রহিম (৪৩) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোচাগড়া ভবানীপুর মোল্লাবাড়ির মফিজ মিয়া স্ত্রী শাহিনুর বেগম (৩৫)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিয়টি নিশ্চিত করে বলেন, অসামাজিক কার্যক্রম বন্ধে হোটেল ও বোডিংগুলোতে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
 

Link copied!