আজ (১১ ডিসেম্বর) রহনপুর মুক্তদিবস। ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরমুক্ত হয় পাক হানাদার বাহিনীর কাছ থেকে।
বীর মুক্তিযোদ্ধা তাহের আলী মন্টু জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এ এলাকা ৭ নং সেক্টরের অধীনে ছিল। ১১ ডিসেম্বর লেফটেনেন্ট রফিকের নেতৃত্বে খুব সকালে প্রায় ৩০-৩৫ জনের বীর মুক্তিযোদ্ধাদের একটি দল বাঙ্গাবাড়ী থেকে রহনপুর অভিমুখে রওনা হয়। পথে আলিনগর এলাকার মুক্তিযোদ্ধারাও তাদের সঙ্গে যোগ দেন। এছাড়া মহানন্দা নদী পেরিয়ে বোয়ালিয়া এলাকার মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশ করে।
তাহের আলী আরও জানান, বীর মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশের আগেই পাকিস্তানি সেনারা খুব সকালে রহনপুর এ.বি সরকারী উচ্চবিদ্যালয়ে গড়ে তোলা সেনা ক্যাম্প গুটিয়ে ট্রেনযোগে পালিয়ে যায়। এরপর রহনপুর শহর মুক্ত হয়। দিবসটি উপলক্ষে শনিবার স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।