• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু, আহত ২


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০৯:২৩ পিএম
ট্রেনে উঠতে গিয়ে যুবকের মৃত্যু, আহত ২
ছবি : সংগৃহীত

জয়পুরহাটে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোক্তার হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন জয়পুরহাট রেলস্টেশনে থেকে ছাড়লে তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 

Link copied!