ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুব মিয়া (৩৫) নামের এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহাবুব মিয়া মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের মাওলানা সহিদুল্লাহ মিয়ার ছেলে।
ফরিদপুরের সিভিল সার্জন জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার (৭ আগস্ট) বিকেলে জেনারেল হাসপাতালে ভর্তি হন মাহাবুব। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ১২০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৯ জন।
ছিদ্দীকুর রহমান জানান, “হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৭ জন। এর মধ্যে রাজবাড়ী জেলার তিনজন, ফরিদপুরের দুজন, মাগুরা জেলার একজন এবং মাদারীপুরের একজন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৯৮ জন। এর মধ্যে ১ হাজার ৬৫৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।