• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

অস্ত্র, গুলিসহ যুবক আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৯:১৮ এএম
অস্ত্র, গুলিসহ যুবক আটক

কক্সবাজার সদর উপজেলার পাওয়ার হাউস স্টেশন এলাকা থেকে দেশি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজসহ মিজানুর রহমান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে র‍্যাবের একটি টহল দল তাকে আটক করে।

আটক মিজানুর রহমান সদর উপজেলার বাস টার্মিনাল এলাকার লার পাড়ার ইয়ার মোহাম্মদ সওদাগরের ছেলে।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী জানান, আটক যুবকের দেহ ও শপিং ব্যাগ তল্লাশি করে দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। 

Link copied!