টাঙ্গাইলে ধর্ষণ মামলায় লিটন মিয়া (২০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
লিটন মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার পরীগাছা গরম বাজার গ্রামের ছোয়াদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, লিটন মিয়ার সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ২০১৯ সালের ১৬ নভেম্বর বিকেলে বাড়িতে এসে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন লিটন। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর বিয়ের কথা বললে কিশোরীকে বিভিন্ন হুমকি দেন লিটন। এ ঘটনায় কিশোরীর মা ২০২০ সালের ১৪ এপ্রিল মধুপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন ২০২০ সালের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আলী আহমদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।