• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৯:১১ এএম
ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পলাশ চন্দ্র মিস্ত্রী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বেতমোর গ্রামের মাখন লাল মিস্ত্রীর ছেলে। তিনি সাভারের খেজুরবাগান এলাকায় সিআরপিএল নামের একটি পোশাক কারখানায় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ পদে চাকরি করতেন।

নিহতের পরিবার জানায়, কারখানা ছুটির পর পলাশ বাসার উদ্দেশে রওনা করেন। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের ফুটওভারব্রিজ পার হয়ে আরিচামুখী লেনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা পুলিশের সহায়তায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Link copied!