• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শ্রমিকের


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০২:০৯ পিএম
বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শ্রমিকের
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কারখানা থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে সড়কে এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার পুরান বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শ্রমিকের নাম নাঈম মিয়া (২৫)। তিনি উপজেলার ইমামপুর ইউনিয়নের জষ্ঠিতলা গ্রামের রহমতউল্লা মোল্লার ছেলে। তিনি বাউশিয়া এলাকায় আকিজ ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে কাজ শেষে নাঈম মিয়া কারখানা থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। বাউশিয়া এলাকার আনন্দ মেলা সিএনজি পাম্পের বিপরীত পাশ দিয়ে যাওয়ার সময় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে তাকে ধাক্কায় দেয়। এতে তিনি সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

ওসি হুমায়ুন কবির বলেন, নিহত ব্যক্তির লাশ বর্তমানে ভবেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে। গাড়িটি শনাক্ত করে জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!