• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

রাতে মোবাইলে স্বামীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল স্ত্রীর মরদেহ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০৭:০০ পিএম
রাতে মোবাইলে স্বামীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল স্ত্রীর মরদেহ
নিহতের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : সংবাদ প্রকাশ

ফরিদপুরের ভাঙ্গায় সুমি আক্তার জান্নাত (১৯) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের দক্ষিণকান্দা গঙ্গাধরদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুমি আক্তার ওই গ্রামের সাবেক সেনাসদস্য মো. রফিকুল ইসলামের মেয়ে এবং প্রবাসী শাকিল মাতুব্বরের স্ত্রী।

সুমির বাবা রফিকুল ইসলাম জানান, গত এক বছর আগে একই গ্রামের শাকিল মাতুব্বরের সঙ্গে সুমি আক্তারে বিয়ে হয়। বিয়ের পর থেকে শাকিল বিদেশে যাওয়ার জন্য ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে। আমি পেনশনের দশ লাখ টাকা উত্তোলন করে শাকিলকে দিই। এরপর শাকিল চার মাস আগে ইতালি যায়। এরপর শাকিলের পরিবারের লোকজন বাকি আরও পাঁচ লাখ টাকা দাবি করেন। এ নিয়ে তারা আমার মেয়েকে প্রায়ই মারধর করেন।

রফিকুল আরও বলেন, রোববার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে শাকিলের মা ও দুই ভাই রাশেদ ও হান্নান সুমিকে মারধর করে আমার বাড়ি পাঠিয়ে দেন। এরপর সুমি আমার বাড়ি এসে তার স্বামী শাকিলের সঙ্গে মোবাইলে ঝগড়া করে। তারপর সে রাতে কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।”

এ ব্যাপারে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) প্রদ্যুৎ সরকার বলেন, “নিহতের বাবা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর সেই অনুসারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!