সংবাদ প্রকাশে প্রতিবেদনের পর টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার কচুরিপানায় ঘেরা উপজেলার রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চারপাশে কচুরিপানা থাকায় বিদ্যালয়ে যেতে পারেননি ওই নির্বাহী কর্মকর্তা।
এর আগে, বুধবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ প্রকাশের প্রতিবেদনের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পাপিয়া আক্তার বলেন, “বাসাইলের রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখার জন্য গিয়েছিলাম। বিদ্যালয়টি নিচু জমিতে স্থাপন করা হয়েছে। বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা ডিসি স্যারের মাধ্যমে চিঠি পাঠাব। যাতে দ্রুত বন্যা আশ্রয়ণ কেন্দ্র করার ব্যবস্থা নিতে পারি।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা আক্তার পপি ও বাসাইল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা।