• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

অস্বাস্থ্যকরভাবে খাদ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৭:৪২ পিএম
অস্বাস্থ্যকরভাবে খাদ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুরে অস্বাস্থ্যকরভাবে খাদ্য উৎপাদন ও সরবরাহ করার দায়ে দুই রেস্তোরাঁকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পারভেজ হোটেলকে ২৫ হাজার ও মিন স্টার রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আজাহারুল ইসলাম জানান, ক্ষতিকর কেমিকেল রং, সাল্টু, এ্যারারুট, টেস্টিং সল্ট দিয়ে খাদ্যপণ্য বানানো ও বিক্রি এবং ফ্রিজে পচা বাসি খাবার ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যপণ্য সংরক্ষণ করার দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

Link copied!